Download This Song Mp3
SONG CREDITS :
■ Track Name : Kar Bukete Haso
■ Singer : Arman Alif
■ Lyrics : Arman Alif
■ Composition : Shahriar Rafat
■ Label : CMV
■ Release Date : Sep 17, 2018
KAR BUKETE HASO LYRICS IN BANGLA
তুমি কার কথা মনে করে,
কার বুকেতে হাসো ?
কার ছবি মনে এঁকে,
কাকে ভালোবাসো ?
কাকে আজ ভীষণ করে
দেখতে ইচ্ছে হয় ?
কে তোমার জগৎ জুড়ে
আঁকড়ে ধরে রয় ? - [ ২ বার ]
আজও কি মনে পরে সেই গিটার এর সুর,
নাকি নতুন সুরে মুগ্ধ তুমি হারাও বহুদূর।
কেউ কি পারে আমার মতো,
বাসতে ভালো খুব ?
বৃষ্টির দাগ গুনে গুনে কি
আজও থাকো নিশ্চুপ। - [ ২ বার ]
কার বুকেতে হাসো ?
কার ছবি মনে এঁকে,
কাকে ভালোবাসো ?
কাকে আজ ভীষণ করে
দেখতে ইচ্ছে হয় ?
কে তোমার জগৎ জুড়ে
আঁকড়ে ধরে রয় ? - [ ২ বার ]
আজও কি মনে পরে সেই গিটার এর সুর,
নাকি নতুন সুরে মুগ্ধ তুমি হারাও বহুদূর।
কেউ কি পারে আমার মতো,
বাসতে ভালো খুব ?
বৃষ্টির দাগ গুনে গুনে কি
আজও থাকো নিশ্চুপ। - [ ২ বার ]
Social Plugin